‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার ও শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যের আলোকে কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
সহকারি কমিশনার (ভূমি) এম, এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মাহবুব আলম, মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন। এ ছাড়াও বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা নীলা, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা রুবী, নিজেরা করির আ লিক সমন্বয়কারী কামাল হোসেন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে নারী সংগঠনের নেত্রীবৃন্দ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন