নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নে হরিখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২ জুয়াড়িকে আটক করেছে মডেল থানার পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর পর রবিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, আমতলা ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের আওলাদ হোসের ছেলে আশিক (২৬) ও মালনী এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে উজ্জল মিয়া (১৮)।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো প্রায় বেশ কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান মডেল থানার এসআই মোশারফ হোসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন