চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর হিমেল হত্যার প্রধান আসামি শরিফুল ইসলামকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম হচ্ছে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
শনিবার দিবাগত রাতে রাজশাহী জেলার পবা উপজেলা থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয় এবং আজ রবিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
সদর মডেল থানার ওসি (অপারেশন) মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল পবা উপজেলার মোমবাড়ীয়া গ্রামে শনিবার রাতে অভিযান চালিয়ে হিমেল হত্যার মূল আসামি শরিফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি শরিফুল ইসলাম পূর্বশত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়া মহল্লার মৃত বেনু খানের ছেলে হিমেলকে কুপিয়ে গুরুতর আহত করলে পরেরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক