মাগুরায় মা কর্তৃক শিশুকন্যা হত্যার ঘটনায় মা সুফিয়া বেগমের (৩৮) নামে মামলা হয়েছে। মাগুরা সদর থানায় রবিবার রাতে মামলাটি করেছেন নিহত মাহি’র চাচা সদর উপজেলার লক্ষিকান্দর গ্রামের তমিজ উদ্দিন। মামলায় সুফিয়ার বিরুদ্ধে মাহিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইদুর রহমান বলেন, আসামি সুফিয়া বেগমকে আদালতে পাঠানো হয়েছে। মাহি’র ময়নাতদন্ত হয়েছে। আসামি সুফিয়া মাদক ব্যবসা ও সেবনের সাথে সরাসরি জড়িত ছিল। তার দ্বিতীয় স্বামী মনু মিয়া একজন মাদক ব্যবসায়ী।
পুলিশী তদন্তে জানা গেছে, দ্বিতীয় স্বামীর সাথে বিচ্ছেদের পর সুফিয়া ঝিনাইদহের কালিগঞ্জের নবাব আলী নামে আরো এক মাদক ব্যবসায়ীকে বিয়ে করেছিল। সে ও কিছু দিন আগে সুফিয়াকে ত্যাগ করেছে। মাদকাসক্তি জনিত অসুস্থতা থেকে এ ঘটনা ঘটতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ