গ্রাম বাংলার ঐতিহ্যের কাবাডি খেলা তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় কাবাডি ফেডারেশনের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জে ১২টি দলের অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মনোহরগঞ্জ থানা ও উপজেলা ক্রীড়া সংস্থা যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করে। আগামী ২৬শে মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় গতকাল রবিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা আক্তার কুসুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান দুলাল, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, সরসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণ, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম সাখাওয়াত হোসেন, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু নাসের মোঃ সালেহ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জানে আলম, এমএস নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বাইশগাঁও ইউনিয়ন দলকে পরাজিত করে ঝলম দক্ষিণ ইউনিয়ন দল এবং লক্ষণপুর ইউনিয়ন দলকে পরাজিত করে হাসনাবাদ ইউনিয়ন দল বিজয়ী হয়। উদ্বোধনী খেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা উপভোগ করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ