ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত আড়াই লক্ষ টাকা দিয়ে ১০ জন ভিক্ষুকের মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সমাজ সেবা অফিস চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গবাদিপশুগুলো ভিক্ষুকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে বাছাইকৃত প্রকৃত ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে একটি গরু ও একটি করে ছাগল প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন