রাজধানীর ধামরাইয়ে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন ৫ ব্যক্তি। কিন্তু বাড়ি ফেরা হলো না তাদের। ধামরাইয়ে কালামপুর বালিয়া সড়কের বাস্তা মেলগেট নামক স্থানে ইজিবাইকের ওপর গাছ পড়ায় প্রাণ হারান তারা।
আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। ৫ জন নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আহম্মদ নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কালামপুর বালিয়া সড়কটির গাছ কেটে নিচ্ছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গাছ কাটার সময় খেয়াল না করাই অনেক বড় একটি গাছ যাত্রীবাহী সিএনজির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৫ জন।
বিডি প্রতিদিন/ফারজানা