জামালপুরে ট্রাক ও কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার রাত ৩টার দিকে সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল লতিফ মিয়া জানান, রবিবার রাত ৩টার দিকে জামালপুর সদর উপজেলার হরিদ্রাহাটা এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক ও অপর একটি কাভার্টভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্টভ্যানের চালক শাহীন মিয়া (৩০) নিহত হন।
নিহতের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়, তার বাবার নাম শাহাবুদ্দিন। কাভার্টভ্যানটি জামালপুরের দিকে যাচ্ছিলো আর বালুবাহী ট্রাকটি টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিলো। ইনচার্জ আরও জানান, নিহতের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন