বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদূর্ভাব রোধকল্পে ফরিদপুরে সচেতনামূলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিচ্ছন্ন থাকার উপকরণ সাবান বিতরণ করছে সম্মিলিত ফেসবুক গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবকের দল।
রবিবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান।
ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় হতে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর শহরের জনতা ব্যাংকের মোড় ও আদালত পাড়াসহ বিভিন্ন জনসমাগমস্থলে নিম্ন আয়ের মানুষের মাঝে তারা হাত ধোয়ার জন্য বিনামূল্যে সাবান বিতরণ করেন। পাশাপাশি তাদেরকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন ও তাদের মাঝে প্রচারপত্র বিলি করেন।
সম্মিলিত ফেসবুক গ্রুপের পক্ষে এসময় অন্যান্যের মধ্যে রাজেন্দ্র কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক আলীম আল রাজি, আলপনা আক্তার, কামরুল ইসলাম, সাদি মৃধা, শংকর কুমার সাহা, শুভ, এখলাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন