গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে দুটি চালের আড়তকে ভোক্তা অধিকার আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস ছালাম রবিবার পলাশবাড়ি উপজেলার কালিরবাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত দামে চাল বিক্রির দামে সালাম ট্রেডার্স নামের আড়তকে ৩০ হাজার টাকা এবং সাঈদার ট্রেডার্স নামের আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, জেলায় চালসহ সমস্ত নিত্যপণ্যের কোনো সংকট নেই। তবু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে যেন জনসাধারণকে বিপাকে না ফেলতে পারেন তাই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
বিডি প্রতিদিন/আল আমীন