কুষ্টিয়ার দৌলতপুরে বিবাহোত্তর অনুষ্ঠান ও অসুস্থ গরুর মাংস বিক্রেতার ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার প্রাগপুর বাজার ও আদাবাড়ীয়ায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আজগর আলী।
স্থানীয় সূত্র জানায়, আদাবাড়ীয়ার (সাবেক চেয়ারম্যান) হামিদ চেয়ারম্যানের (বর্তমান দৌলতপুরের সংসদ সদস্যর শ্বশুর) বাড়ির পাশে মন্টু তার বাড়িতে বিশাল বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। খবর পেয়ে সহকারি কমিশনার ভূমি আজগর আলীর ভ্রাম্যমান আদালত সেখানে হানা দেন। সেসময় বিভিন্ন প্রভাবশালী এসি ল্যান্ডকে সেখান থেকে চলে যাবার জন্য ফোন দেন। তারপরও সরকারী আদেশ অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করায় মন্টুকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি)। সেখানে অনেক প্রভাবশালী উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) আজগর আলী জানান, আজ সরকারী আদেশ অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করায় এক জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা। এবং অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ (১) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আনুমানিক ২ মণ মাংস জব্দ করে মাটিচাপা দেয়া হয়েছে। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল মালেকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার