চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুু হয়েছে। আজ রবিবার দুপুরে জেলার সদর উপজেলার কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হচ্ছে, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ইয়াসিন আলীর মেয়ে ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সোনিয়া (১২) এবং বাখরআলী গ্রামের রবিউল ইসলামের মেয়ে জোহরা খাতুন (১৩)।
জানা গেছে, দুপুরে কালিনগর গ্রামের কয়েকজন ছেলে-মেয়ে ৬ নং বাঁধ এলাকার পাগলা নদীতে গোসলের সময় জোহরা পানিতে ডুবে যেতে থাকলে সোনিয়া জোহরাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম