নাটোরের সিংড়ায় করোনাভাইরাসকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মর্তুজা খাঁনের আদালত এ জরিমানা করেন।
সিংড়া পৌরসভার মুদি ব্যবসায়ী সোহেল রানাকে ৫ হাজার টাকা, বিলদহর রহমান এন্টারপ্রাইজ এর মালিক আব্দুর রহমানকে ৫ হাজার টাকা ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মাসুদ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মর্তুজা খান বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। নিত্যপণ্য সরবরাহ নেই বলে গুজব ছড়িয়ে কতিপয় ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে চাল, পিয়াজসহ অন্যান্য নিত্য পণ্য বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগে সিংড়া, কলম ও বিলদহর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করি। এ অভিযান অব্যাহত রয়েছে। এসময় তিনি আতঙ্কিত হয়ে অতিরিক্ত নিত্যপণ্য ক্রয় ও মজুদ না করার জন্য জনসাধারণকে আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম