৩০ মার্চ, ২০২০ ১৩:৫১

নরসিংদীতে দরিদ্রদের বাড়িতে গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন মেয়র

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে দরিদ্রদের বাড়িতে গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন মেয়র

প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডার ও ব্যক্তিগত তহবিল থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ও নিম্ন আয়ের দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন নরসিংদীর মাধবদী পৌরসভা। আজ সোমবার সকাল থেকে মাধবদী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী নিজ হাতে পৌঁছে দিচ্ছেন মাধবদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক। 

বিতরণকৃত খাদ্রসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজী তেল, ১ কেজী পেয়াঁজ,একটি সাবান ও একটি করে মাস্ক। পযার্য় ক্রমে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল ও ব্যাক্তিগত উদ্যোগে দরিদ্র পরিবার গুলোর মাঝে আরো ত্রান বিতরণ অব্যহত থাকবে বলে জানায় মেয়র।
 
মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক বলেন,আমার পৌরসভার কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল ছাড়াও আমার ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিদিনই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। যতদিন এ সমস্যা টা থাককে ততদিন বিতরণ কার্যক্রম চলবে।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর