৩০ মার্চ, ২০২০ ১৪:১৮

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ দূরত্ব নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ দূরত্ব নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনী

কভিড-১৯ করোনাভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন সামাজিকভাবে নিরাপদ দূরত্বে থাকার জন্য গণবিজ্ঞপ্তি প্রচার করলেও অনেকেই তা মানছে না। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তহাবাজার ও নিউমার্কেট কাঁচাবাজারে এ নিয়মের বালাই নেই। এছাড়া সুযোগ বুঝে বিকেল ও সন্ধ্যায় শহরের কিছু কিছু মোড়ে ও পাড়া মহল্লায় নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলছে আড্ডা।

তবে সামাজিক সুরক্ষা নিশ্চিতে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন মুদি দোকান ও ফার্মেসিগুলোতে নিরাপদ দূরত্ব বজায় রাখতে ক্রেতা সাধরণের জন্য চক দিয়ে বৃত্ত এঁকে দিচ্ছেন এবং ওই বৃত্তের মধ্যে থেকে কেনা বেচার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন।

এছাড়াও মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে মাইকে প্রচারণা চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ টহল ও প্রচারণা অব্যাহত রেখেছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর