করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্থানীয়দের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণ করেছেন সাইফুজ্জামান শিখর এমপি।
আজ সোমবার সকাল ১১টায় শহরের জামরুলতলা এলাকায় স্থানীয় দরীদ্রদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল প্রমুখ।
এর আগে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আওয়ামী লীগ কার্যালয়ে জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে আলোচনা করার পাশপাশি তাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল