৩১ মার্চ, ২০২০ ১২:৫১

বিশ্বনাথে সামাজিক দূরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে সামাজিক দূরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী। সংকট মোকাবেলায় বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। সামাজিক দূরত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। হ্যান্ড মাইকে জানাচ্ছেন, অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকতে। চায়ের দোকানে আড্ডা না দিতে ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় দায়িত্ব পালন করতে দেখা যায় সেনা সদস্যদের। সেনা সদস্যদের বিভিন্ন ইউনিট পালা করে সচেতনতামূলক এই কার্যক্রম অব্যাহত রাখছে।

অনেকেই জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে এখনও সচেতন নন পাড়া-গাঁয়ের মানুষ। প্রয়োজন ছাড়া ঘোরাফেরা আর অহেতুক আড্ডায় মেতে রয়েছে তারা। মানছেন না স্বাস্থ্যবিধিও। এ অবস্থায় কেবল সেনা সদস্যদের দেখলেই ঘরে ফিরে মানুষ।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, সরকারের নিদের্শনায় আমরা সকলের সমন্বয়ে কাজ করছি। প্রতিদিনই সেনা বাহিনীর বিভিন্ন ইউনিট আমাদের উপজেলায় দায়িত্ব পালন করছে। সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে তারা। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর