করোনাভাইরাসকে প্রতিহত করার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক চাঁদপুরে যৌথবাহিনী একযোগে কাজ করছে। আজ শনিবার দুপুরে বাসষ্ট্যান্ড, বিপনীবাগ, চিত্রলেখা মোড়, কালিবাড়ী, নতুনবাজার, ওয়ারলেছ বাজার ও ষোলঘরসহ শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যানবাহন চলাচল ও অযথা ঘোরাফেরার উপর বিধিনিষেধ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন সজিব। অভিযানকালে সেনা সদস্যরা হ্যান্ডমাইকে রিক্সা, মোটর সাইকেল, অটোরিক্সা, প্রাইভেটকার ও ট্রাক চালকদের হোম কোয়ারেন্টাইনে থাকা এবং অযথা বাজারে ও রাস্তাঘাটে ঘোরাফেরা করা লোকজনকে দ্রুত বাসায় ফিরে যাবার নির্দেশনা দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের ঘোষণা দেন। এসময় ঘোরাফেরা করা লোকজনকে ও বিভিন্ন দোকানপাট বন্ধ করে দ্রুত বাড়ি চলে যেতে দেখা যায়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ