৪ এপ্রিল, ২০২০ ২২:১৬

গোপালগঞ্জে দুই হাজার সাতশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে দুই হাজার সাতশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

করোনাভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জের কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলায় দুই হাজার সাতশত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী জানান, শনিবার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল(অবঃ) মুহাম্মদ ফারুক খানের ব্যক্তিগত তহবিল থেকে মুকসুদপুর উপজেলার এক হাজার নয়শত পরিবার ও কাশিয়ানি উপজেলার আটশত পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, আধা লিটার তেল ও একটি সাবান প্রদান করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, এমপি মহোদয় সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। ফারুক খান বলেন, করোনার কারণে অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা দিতে এসব খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর