নেত্রকোনার পূর্বধলায় সোমবার দুপুরে দুইজনের শরীর থেকে নমুনা সংগ্রহের পর রাত সাড়ে ৮টার দিকে করোনার লক্ষণ নিয়ে রমজান আলী (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ ওই বাড়িসহ সাতটি বাড়ি লক ডাউন করে রেখেছে।
মৃত রমজান আলী উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কিসমত বারেঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ থেকে ৪ দিন ধরে সর্দি কাশি ছিল রমজানের। রবিবার থেকে শ্বাসকষ্টজনিত কারণে অবস্থার অবনতি হতে থাকলে সোমবার সকালে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে দুপুরে ওই রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে উপজেলা মেডিকেল টিম। টিমে ছিলেন ডা. কনক প্রভা নন্দী ও ডা. ওয়ীদুর রহমান মামুন এবং ল্যাব টেকনিশিয়ান খাইরুল ইসলাম।
তারা রমজান আলী ও খলিমাউড়া মনারকান্দা গ্রামের তারেক মিয়ার খবর পেয়ে দুপুর ১টার দিকে গিয়ে নমুনা সংগ্রহ করে আনেন। কিন্তু তাদের কাউকেই আইসোলেশন করার জন্য হাসপাতালে নেয়া হয়নি।
পরে রাত সাড়ে ৮টার দিকে রমজান আলী মারা যান। খবর পেয়ে পুলিশ ওই বাড়িসহ সাতটি বাড়ি লক ডাউন করে রাখেন।
এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির অন্য কোন রোগ ছিল কিনা তা জানার চেষ্টা চলছে। এছাড়া নমুনা পরীক্ষার পর বলা যাবে করোনা আক্রান্ত ছিলেন কিনা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম