৮ এপ্রিল, ২০২০ ১৫:৩০

স্থানীয়দের উদ্যোগে চকরিয়া উপজেলায় লকডাউন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

স্থানীয়দের উদ্যোগে চকরিয়া উপজেলায় লকডাউন

করোনাভাইরাসের ঝুঁকি ঠেকাতে কক্সবাজারের চকরিয়ায় একটি পৌরসভা ও ১৮ ইউনিয়নে পুলিশের প্রচারণার পাশাপাশি স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে লকডাউন করে দিয়েছে। 

যানবাহন ও লোকজনের অবাধ চলাচলে বাধা দিতে এ ধরনের ব্যবস্থা করায় অনেকে সাধুবাদ জানিয়েছেন। বুধবার সকালে সরেজমিন ঘুরে বিভিন্ন এলাকায় লকডাউনের এ চিত্র দেখা গেছে। 

জানা গেছে, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতদিন প্রচারণা চালিয়ে করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচাতে জনসাধারণকে হোম কোয়ারান্টাইনে অবস্থান করতে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি স্থানীয় লোকজন বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। যাতে কেউ প্রবেশ ও বাহির হতে না পারে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, থানা পুলিশ সরকারী নির্দেশনা মেনে লোকজনের সামগম ঠেকাতে সবসময় মাঠে রয়েছে। এছাড়া সন্ধ্যা ৭টার পরে ফার্মেসি ছাড়া কোন ধরনের দোকানপাট খোলা না রাখতে মাইকিং করা হচ্ছে গ্রামেগঞ্জে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর