৮ এপ্রিল, ২০২০ ১৫:৫৮

কিশোরগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক বন্ধ

কিশোরগঞ্জে নিজ উদ্যোগে সড়ক বন্ধ করে দিয়ে লকডাউন পালন করছেন এলাকাবাসী। বাঁশ দিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আজ বুধবার শহরের বত্রিশ, নগুয়া, শোলাকিয়াসহ বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে। 

নগুয়া এলাকার বাসিন্দা এম. এ আজিজ বলেন, সরকারি নির্দেশের পরও অনেকেই চায়ের স্টলে, ফুটপাতে আড্ডা দিচ্ছেন। অথচ দিন দিনই করোনার ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় নিজ উদ্যোগে লকডাউন ছাড়া উপায় নেই। 

বত্রিশ মনিপুর ঘাট এলাকার নাজমুল ইসলাম বলেন, এলাকাবাসী নিজ উদ্যোগেই বাঁশ যোগার করে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এটা সকলের জন্যই মঙ্গলজনক। এতে করে জনসাধারণের অবাধ চলাচল অনেকটা সীমিত হয়ে আসছে।

সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ মানুষকে নানাভাবে বোঝানো হচ্ছে। এর ফলে আগের চেয়ে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তিনি জনগণকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে ঘরে থাকার অনুরোধ করেন।

শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও অনেক সড়কে মানুষ নিজ উদ্যোগে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে জানা গেছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর