করোনা সংকট শুরু হওয়ার পর কর্মহীন হয়ে পড়া যশোর শহরের কয়েকশ’ নারী-পুরুষ খাদ্য সহায়তার দাবিতে সোমবার বিক্ষোভ করেছেন। সকাল ১০টার দিকে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা যশোর-বেনাপোল সড়কের রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
প্রায় এক ঘণ্টা ধরে এ বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ লোকজন অভিযোগ করেন, বড় বড় বিল্ডিংয়ে নিয়মিত খাদ্য সহায়তার প্যাকেট যাচ্ছে, অথচ তাদের মতো কর্মহীন দিনমজুররা আজ পর্যন্ত কোন খাদ্য সহায়তা পাননি। তারা অভিযোগ করেন, খাদ্য সহায়তার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোন কাজ হচ্ছে না। বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে এসেছেন।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের নেতৃত্বে সেনা ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মাইকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার বিক্ষুব্ধ লোকজনকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করলেও তারা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আশ্বাস দেন যে, বিক্ষুব্ধ সবার তালিকা তৈরি করে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। এমন আশ্বাসের পর বিক্ষুব্ধ নারী-পুরুষ সড়ক থেকে অবরোধ তুলে ঘরে ফিরে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার বলেন, ‘সরকার এসব কর্মহীনদের জন্যই খাদ্য সহায়তা দিচ্ছে। তাদের তালিকা তৈরি করে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে তাদের আশ্বস্ত করেছি। তারা বিষয়টি অনুধাবন করে বিক্ষোভ বন্ধ করে বাড়িতে ফিরে গেছেন’।
বিডি প্রতিদিন/হিমেল