বগুড়ায় দুই টিভি সাংবাদিককে দায়িত্ব পালনকালে পুলিশ হাতকড়া পড়িয়ে সদর থানায় আটকের পর মুক্তি দিয়েছে। পরে সাংবাদিকদের সাথে দুর্ব্যহারের দায়ে সদর থানার এসআই নিরঞ্জন রায়কে বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
লাঞ্চিত দুই সাংবাদিক হলেন, একাত্তর টিভির বগুড়া প্রতিনিধি শাহজাহান আলী বাবু ও সময় টিভির বগুড়া অফিসের ষ্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি মাজেদুর রহমান।
একাত্তর টিভির বগুড়া প্রতিনিধি শাহজাহান আলী বাবু জানান, রবিবার সন্ধ্যায় তারা শহরের চেলোপাড়া থেকে বগুড়া শহরে যাচ্ছিলেন। এ সময় উচ্চ শব্দে হর্ন বাজিয়ে পুলিশের একটি গাড়ি যাওয়ার সময় দ্রুত সাইড দেয় তারা। বিষয়টি নিয়ে ওই এসআই নিরঞ্জনের সাথে তাদের তর্ক হয়। পরে তাদের হাতে হাতকড়া লাগিয়ে থানায় নিয়ে আসেন নিরঞ্জন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাটি দুঃখজনক। দুই সাংবাদিককে স্বসম্মানে থানা হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওই সাব ইন্সপেক্টর নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল