১০ টাকা কেজি দরের চালে বেশি দাম নেওয়ায় নীলফামারীতে হাবিবুর রহমান নামে এক ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে কচুকাটা ইউনিয়নের দুহুলী বাজারে সত্যতা পেয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। এ সময় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে ৩০ টাকার চাল ৩শ টাকা নেওয়ার কথা সুবিধাভোগীদের কাছ থেকে কিন্তু ডিলার ৩শ টাকার পরিবর্তে ৩১০ টাকা করে নিচ্ছিলেন এমন অভিযোগে সেখানে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
এ সময় ভোক্তা সংরক্ষণ আইনে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ডিলারের। তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করেন তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন