গত এক সপ্তাহে নেত্রকোনায় এই পর্যন্ত চারজনের দেহে করোনা শনাক্ত হওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।
এদিকে জেলা প্রশাসক মঈনউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।
জেলার গ্রামীণ সাপ্তাহিক বাজারগুলোকে স্থানান্তর করে বিভিন্ন মাঠে নেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুর থেকে পৌর শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার সরিয়ে নেন।
স্থানীয় শহীদ মিনার মোড় থেকে মোক্তারপাড়া প্রেসক্লাব মোড় পর্যন্ত মেইন সড়কের দু পাশে দূরত্ব বজায় রেখে বাজার স্থাপন করা হয়। রাস্তায় উভয় মাথায় বেড়িকেড দিয়ে এ বাজার বসানো হয়।
এ সময় সামাজিক সচেতনতায় দোকানদার ও ক্রেতাদের দূরত্ব বজায় রাখতে এবং নিয়ম মেনে কেনাবেচা করতে অনুরোধ জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী। এসময় প্রায় ঘণ্টাব্যাপী সড়কে থেকে পুলিশ ফোর্সের কর্মকর্তারা শৃঙ্খলা মেনে চলাচলে সাধারণদের সচেতন করেন।
বিডি প্রতিদিন/হিমেল