বরগুনা পৌরসভা ও ৫টি উপজেলায় জেলা প্রশাসকের নির্দেশে পরিচালিত বাজার মনিটরিংয়ে বেশি মূল্যরাখার অপরাধে ১৪ জন ব্যবসায়ীকে ২৮ হাজার ৭শ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে, ১৩ এপ্রিল সকাল থেকে বরগুনা পৌরসভাসহ আমতলী, তালতলি, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদেও নেতৃত্বে বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় এই জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, যেখানেই আমরা জানতে পারছি অসাধু ব্যবসায়ীরা জিনিসের মূল্য বাড়িয়ে দিয়েছে সেখানেই বাজার মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব উপস্থিত হচ্ছে। রমজানকে সামনে যাতে ক্রেতাদের ঠকিয়ে অধিক মুনাফা কেউ করতে না পারে এ জন্য বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন