সাতক্ষীরায় ওএমএস’র এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাধবকাটি বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন।
ওএমএস এর ডিলার মো. সফিউর রহমান ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের এবাদুর রহমানের ছেলে। তিনি মাধবকাটি বাজারের আসিব প্রভিটা ফিড এর স্বত্তাধিকারী।
সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি জানান, একটি গোয়েন্দা সংস্থার দেওয়া সংবাদের ভিত্তিতে সকালে মাধবকাটি বাজারে আসিব প্রভিটা ফিডে অভিযান চালানো হয়। সেখানে ১০ টাকা কেজি দরে বিক্রির ১১৬ বস্তায় ৫ হাজার ৮০০ কেজি চাল মজুদ পাওয়া যায়। এসময় ডিলার সফিউর রহমান তাকে জানান, ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজমল উদ্দিন তার কাছ থেকে ১৯৩ জনের কার্ড নিয়ে রাখায় চালগুলো বিতরণ করতে পারেনি। ডিলার আরো জানান, চেয়ারম্যান কোন উদ্দেশ্যে কার্ডগুলো তার কাছ থেকে নিয়েছেন তা তিনি জানেন না।
নির্বাহী কর্মকর্তা আরো জানিয়েছেন, চেয়ারম্যান আজমলের সাথে কথা বলে ১৯৩ জনের কার্ড সংরক্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে আজকের মধ্যে চালগুলো বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে চালের বস্তাগুলো রাখার অপরাধে ডিলার সফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ডিলার সফিউর রহমানের ডিলারশীপ বাতিলের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে সুপারিশ করা হবে বলে নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল