করোনা প্রতিরোধের ছুটিতে মানবেতর জীবন যাপন করা নিন্মআয়ের মানুষের মাঝে ফ্রি সবজি বিতরণ করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে ইবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দিক আরাফাতের নেতৃত্বে একদল কর্মী ভ্রাম্যমাণ ফ্রি সবিজ বিতরণ করেন।
নেতাকর্মীরা সেখানে সামাজিক দূরত্ব মেনে সাধারণ মানুষের হাতে নানা পদের সবজি তুলে দেন। সেখানে সবজি বিতরণ শেষে মজমপুর গেটে সবজি ভ্যান নিয়ে আসা হয়। সেখানেও সবজি সংগ্রহ করেন সাধারণ লোকজন। সর্বশেষ হাসপাতাল মোড়ে সবজি বিতরণ করা হয়।
সজির মধ্যে ছিল- লাউ, লাল শাক, মিষ্টি কমুড়া ও পাতা কপি। কয়েক হাজার মানুষের মাঝে প্রায় ৮০ মন সবজি বিতরণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম