খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক দু’টি অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৬ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে মাটিরাঙ্গার তাইন্দং বাজারে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনের গুদামে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ করা হয়। অভিযানের বিষয়ে টের পেয়ে ইউপি সদস্য ও তার সহকারীরা পালিয়ে যায়।
একই দিনে মাটিরাঙ্গার গোমতিতে অভিযান চালিয়ে স্থানীয় যুবলীগ নেতা আবুল হাশেমের বাড়ি থেকে সরকারি ২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পৃথক দু’টি ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
এদিকে, মানিকছড়িতে মেয়াদোর্ত্তীণ চাল বাজারজাতকরণের চেষ্টাকালে রহমানিয়া অটো রাইচ মিলে অভিযান চালিয়ে মিলের কর্মচারী মো. হোসেনকে এক বছরের জেল ও ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়। এ সময় মিল থেকে ৩ শ বস্তা চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম