বগুড়ায় প্লাকার্ড হাতে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধনে অংশ নেয়া মাটিডালীর মোজামনগর এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মিলনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ দরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, শাখারিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হুদা উজ্জল, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম উপস্থিত ছিলেন।
প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও নগদ ১০০ টাকা দেয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার মোজামনগর এলাকার কর্মহীনরা ঢাকা-রংপুর মহাসড়কে প্ল্যাকার্ড হাতে ত্রাণের দাবিতে মানববন্ধন করে। এ খবরে চেম্বার অব কমার্স থেকে দরিদ্রদের তালিকা করে রবিবার রাতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত