করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে সামাজিক দূরত্ব বজায় রাখার নাম করে পথচারীদের লাঠিপেটা করার অভিযোগে টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন।
টাঙ্গাইল মডেল থানায় রবিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়। তিনি ই-মেইলের মাধ্যমে মামলাটি দায়ের করেন।
করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে সামাজিক দূরত্ব বজায় রাখতে পথচারীদের লাঠিপেটা করেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন।
গত ৭ এপ্রিল দুপুরে শহরের নিরালা মোড়, পার্ক বাজার, ছয়আনি বাজার, ফলপট্টি, ভিক্টোরিয়া রোর্ড, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অযথা ঘুরাঘুরি করায় তিনি লাঠিপোটা করেন। তবে তার এ ধরনের কার্যক্রম বিধিসঙ্গত হয়নি বলে উপজেলা প্রশাসন জানায়।
এ বিষয়ে কাউন্সিলর আমিনুর রহমান আমিন ফেসবুকে বলেন, করোনাভাইরাসের কারণে সারা বাংলাদেশেই মহামারির সৃষ্টি হয়েছে। কিন্তু টাঙ্গাইলের মানুষ অপ্রয়োজনীয়ভাবে কোন কারণ ছাড়াই বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছিলো। মূলত সামাজিক দূরত বজায় রাখতে এবং সমাজ ব্যবস্থার ভালোর জন্যই এ কার্যক্রম পরিচালনা করা হয়। যদি আমার এই কার্যক্রমে কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, রবিবার রাতেই মামলাটি দায়েরের পর তদন্ত শুরু হয়েছে। আমিনকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন