সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও অবৈধভাবে মজুদের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে এক ডিলারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ডিলার আবু বকর সিদ্দিক ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা জানান, রবিবার সন্ধ্যার পর তিনি ধল্লা ইউনিয়নের ডিলার আবু বকর সিদ্দিকের গোডাউনে অভিযান চালান। অভিযানকালে দেখা যায়, ওই ডিলার চলতি মাসের বরাদ্দকৃত ২ হাজার ৬৭০ কেজি এবং গতমাসের ২ হাজার ২শ কেজি চাল খোলাবাজারে বিক্রি না করে সেখানে গোপনে মজুদ রেখেছিলেন। সরকারি চাল আতœসাৎ এবং গোপনে মজুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মো. নাজিমুদ্দিন বাদি হয়ে ওই ডিলারের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা করেন। এরপর তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগের সিংগাইর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে তদন্ত করা হবে এবং দোষী প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন