সিরাজগঞ্জের রায়গঞ্জে দশ টাকা কেজির ফেয়ার প্রাইজের ১৭ বস্তা চালসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক আবুল হোসেন (৫০) উপজেলার ঘুড়কা গ্রামের চান্দুল্লাহ মিয়ার ছেলে ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা জানান, গতকাল রবিবার রাতে স্থানীয় লোকজন ঘুড়কা গ্রামের আবুল হোসেনের ঘরের ভিতর থেকে ১৭ বস্তা ফেয়ার প্রাইজের চালসহ তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা উদ্ধারসহ আবুল হোসেনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আবুল হোসেন ও তার সহযোগী একই এলাকার ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ঘটনার পর থেকে ফয়েজ উদ্দিন পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ