কিশোরগঞ্জে পৃথক অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৮ বস্তা চাল উদ্ধার ও চারজনকে আটক করা হয়েছে। সোমবার জেলার তাড়াইল, কুলিয়ারচর ও কটিয়াদী উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের আবু মিয়ার বাড়ি থেকে ১৭ বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। আবু মিয়া দামিহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ডিলার আইনুলের ভগ্নিপতি। এ ঘটনায় ডিলার আইনুলের বড় ভাই রমজানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
এদিকে সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দবাজার মাজার শরীফের পাশে ডিলার নাসির উদ্দিনের গুদাম থেকে অবিতরণকৃত ৫৭ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত ফেরদৌসী। এসময় ডিলার নাসির উদ্দিনকে আটক করা হয়। পরে কুলিয়ারচর থানায় মামলা করা হয়।
অপরদিকে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় একটি গুদাম থেকে ৪ বস্তা চাল ও ৩৫ টি খালি বস্তা উদ্ধার করেন ইউএনও আখতারুন্নেছা। এসময় গুদামের মালিক নাসির ও ডিলার নিখিলকে আটক করা হয়। এ ঘটনায় আটক দু’জনসহ ব্যবসায়ী ফারুককে আসামি করে থানায় মামলা করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক