নেত্রকোনা পৌরসভা কতৃক অসহায় হতদরিদ্রদের চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ২ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর সারোয়ার জাহান সারো। করোনা মহামারি আতঙ্কে দেশের অস্বচ্ছল হতদরিদ্রদের মাঝে চাল বিতরণে কাজ করছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন।
এরই ধারাবাহিতকায় জেলা প্রশাসকের দেয়া ১০ কেজি করে চাল নেত্রকোনা পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে হতদরিদ্রতের মাঝে বিতরণ করছে পৌর কর্তৃপক্ষ। এই কাজের অংশ হিসেবে ২নং ওয়ার্ডের আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে সোমবার দিনব্যাপী চাল বিতরণ করা হয়।
এসময় বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলেন হতদরিদ্র অনেক পরিবার। কেউ কেউ জানান, এখনো অনেকেই একবারও পায়নি। কিন্তু কয়েকবার পেয়েছে পরিচিতজনরা। এসব বলে গেটের বাইরে অবস্থান নেয় তারা। এসময় হট্টগোলের সৃষ্টি হলে চাল বিতরণ কিছুক্ষণ বন্ধ থাকে। বিতরণে অনিয়মের খবর পেয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দু’জন বসে থাকেন। পরে ম্যাজিস্ট্রেট একজন উঠে গিয়ে চাল দেয়া বন্ধ কেনো জানতে চাইলে পুনরায় চাল বিতরণ শুরু হয়।
যদিও স্বজরপ্রীতির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত কাউন্সিলর সারোয়ার জাহান চৌধুরী সারো। তিনি জানান, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সকলকে দেয়া সম্ভব হয়নি। তাই এমন অভিযোগ তুলছেন কেউ কেউ। বরাদ্দ মাত্র দেড় শতাধিক মানুষের, আর এসেছিল আটশ’র মতো। বাদ তো পড়বেই। অভিযোগ তুললেই হবে না বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক