পেনশনের টাকা দিয়ে ত্রাণ বিতরণ করেছেন সাবেক সচিব স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মো. কামাল উদ্দিন তালুকদার। তার ব্যক্তিগত তহবিল হতে ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ মাঝি, সাধারণ সম্পাদক আবুল মাদবর, ইউপি মেম্বার রাজিব হোসেন তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদার বলেন, দেশের সংকটময় সময় বিত্তবান সকলের ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসা উচিত। আমি এই খাতে পেনশনের টাকা ও ব্যক্তিগত অর্থ দিতে পেরে ভাগ্যবান মনে করি।
বিডি প্রতিদিন/ফারজানা