চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২০-২১ অর্থ বছরে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব রেখে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ. আলমগীর হোসেন এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. মোঃ ইয়াসিন আলী, সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম, সীমা কর্মকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৯ ৫০ কৃষকের বাড়িতে বাড়িতে এসব কৃষি উপকরণ পৌঁছে দেয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ