ফরিদপুরের সালথায় ট্রলির ধাক্কায় তাওহিদ ফকির নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের বাড়ি সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নের বড় খারদিয়ায়। তার পিতার নাম বাবলু ফকির। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় খারদিয়া গ্রামের বেলতলা মোড়ের হাবিবুল্লাহ হাবিবের বাড়ির সামনে দ্রতগতিতে আসা একটি ট্রলি তাওহিদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয়রা ট্রলিটি আটক করতে পারলেও ট্রলির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ খান জানান, ট্রলির ধাক্কায় নিহত যুবক তাওহিদকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রলির চালককে আসামি করে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ