কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবিধাবঞ্চিতদের জন্য চালু করেছেন ‘হটলাইন’। চলমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় পতিত যে কেউ হটলাইনে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠালেই সর্বোচ্চ গোপনীয়তার সাথে বিশেষ টিমের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে ‘মানবিক সহায়তা’।
হটলাইনে পাওয়া আবেদন যাছাই-বাছাই করে ইতোমধ্যে ১৭৬টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম বলেন, চলমান করোনা পরিস্থিতিতে মানবিকতা প্রদর্শনের উপযুক্ত সময়। সমাজে মর্যাদাসম্পন্ন অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিকভাবে খুব সমস্যায় থাকলেও কারো কাছে সাহায্যের জন্য যায় না। এমন মানুষদের জন্য হটলাইনের মাধ্যমে ‘মানবিক সহায়তা’ চালু করেছি।
বিডি প্রতিদিন/ফারজানা