ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকার কর্মহীন হতদরিদ্র ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পৌরসভার। আজ সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভা সংলগ্ন মাদ্রাসা মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বোরহানউদ্দিন পৌর সভার মেয়র-কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনের একটি অংশ দিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আলী আজম মুকুল বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে ঘরে থাকতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার