মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। দিঘীরপাড় মাঝকান্দি গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দিঘীরপাড় মাঝকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক মেম্বর কামাল শেখ ও বাবুল হাওলাদারের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয় । মারাত্মক আহত কামাল শেখ (৪০), হেলাল শেখ (৫০), সুজন খালাসী (৩০), হাছান শেখ (২৫), ইছাহাক হাওলাদার (৩২), হাফিজুর রহমান (৩৫) জুয়েল হাওলাদার (৩২), রানা শেখ (২৫) ও সৈয়াদালী শেখসহ ১০ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, ইশিবপুর ইউনিয়নের দিঘীরপাড় মাঝকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/হিমেল