ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চালসহ আটক রফিক মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম মোসা. এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত রফিক মিয়া সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের ১০ টাকা মূল্যের চালের ডিলার ইব্রাহিম মিয়ার কর্মচারী। ইব্রাহিম মিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আসমা বেগমের স্বামী।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইব্রাহিম মিয়ার কর্মচারী রফিক ১০ বস্তা (৫০০ কেজি) চাল নিয়ে একটি নৌকাযোগে পার্শবর্তী নাসিরনগর উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় গ্রামবাসী তাকে তিতাস নদীর শাহজাদাপুর এলাকার গঙ্গারঘাট থেকে আটক করে। সন্ধ্যার পর পুলিশ চালসহ তাকে থানায় নিয়ে যান।
আসমা বেগম জানিয়েছেন, কার্ডধারীদের কাছ থেকে কিনে রফিক মিয়া ওই চাল নিয়ে যাচ্ছিলেন। এলাকার লোকজন তাকে চালসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার স্বামী এ বিষয়ে অবগত নন। যে কারণে এর দায় ডিলারের নেই।
বিডি প্রতিদিন/এনায়েত করিম