মেহেরপুর সদর উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয় প্রাঙ্গণে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩শ সদস্যের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর সদর উপজেলা কর্মকর্তা ইসরাফিল হোসেন, মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক ফেরদৌসী বানু উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন