বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব শ্রম (আন্তর্জাতিক মে) দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এছাড়া সকাল ১০টায় একই স্থানে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদসহ অন্যরা বক্তব্য রাখেন।
সকাল সাড়ে ১১টায় শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে নগরীর ফকিরবাড়ি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বাসদ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা বক্তব্য রাখেন।
পৃথক ৩টি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে জেলা বাসদের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম