বাগেরহাটের কচুয়ায় দেড় মাসেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী। ১৬ মার্চ রাতে কচুয়া উপজেলার ফুলতলা হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলাকালে সেখান থেকে অপহৃত হয় নবম শ্র্রেণির শিক্ষার্থী লিমা আক্তার (১৫)। এ ঘটনায় কিশোরীর বাবা ইনুস শেখ কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করলেও করোনা পরিস্থিতির কারণে দ্রæত উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কচুয়া থানা পুলিশ।
গত ১৬ মার্চ রাতে বাবা-মার সাথে কচুয়া উপজেলার ফুলতলা হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ শুনতে যায় একই গ্রামের ইনুস শেখের মেয়ে লিমা আক্তার। ওয়াজের প্যান্ডেল থেকে বাদাম কিনতে বাইরে বের হয় লিমা। ওই সময়ে মুখ চেপে ধওে মোটরসাইকেলে উঠিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কিশোরী মেয়ের কোন খোঁজ পাচ্ছেন না বাবা-মা। পরিবারটিতে চলছে সন্তানকে ফিরে না পাওয়ার আহাজারি।
ইনুস শেখ বলেন, রাস্তায় থাকা অনেকে দেখেছে মুখ চেপে ধরে মোটরসাইকেলে করে নিয়ে যায় আমার মেয়েকে। আমি অপহরণের পরদিন থানায় সাধারণ ডায়েরি করেছি। স্থানীয় গোপালপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবুবকর সিদ্দিককেও বিষয়টি জানিয়েছি। জামাই চাও না মেয়ে চাও বলে আমার সাথে ঠাট্টা করেন চেয়ারম্যান আবুবকর সিদ্দিক। যেকোন মূল্যে আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন হতদরিদ্র এই কৃষক।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। মেয়েটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। করোনা পরিস্থিতির কারনে দ্রুত উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
বিডি প্রতিদিন/আল আমীন