মহান মে দিবস উপলক্ষে শুক্রবার দিনাজপুরের একাধিক স্থানে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়াদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটিও মানুষ খাদ্যসামগ্রী পাওয়া থেকে বাদ যাবে না। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রানঘাতী করোনা থেকে রক্ষা পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। পবিত্র রমজান মাসে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য দেশবাসী তথা বিশ্ববাসীকে মুক্তি দান করুক মহান আল্লাহর কাছে এ দোয়া প্রার্থনা করি।
বিডি প্রতিদিন/ফারজানা