নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে পাঁচ পুলিশ সদস্যকে মারপিট করে অপহরণ মামলার পলাতক আসামি জাহিদ শেখকে (৪১) ছিনিয়ে নেয়ার ঘটনায় শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক মহিলাকে আটক করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পুলিশের উপর এ হামলার ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, অপহরণ মামলার পলাতক আসামি জাহিদ শেখকে গ্রেফতারের সময় ওই এলাকার শতাধিক নারী-পুরুষ মিলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১৪ জনকে এজাহারভুক্ত আসামি এবং ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। ছিনিয়ে নেয়া আসামি জাহিদসহ পুলিশের ওপর হামলাকারি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার