গাজীপুরে ট্রাকে ডাকাতিকালে এক ডাকাতকে গ্রেফতার এবং একটি ট্রাক উদ্ধার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত মো: মিন্টু মিয়া (৩০) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ছোট দেওড়া এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার মাস্টারবাড়ী বাজার এলাকায় গেল রাতে র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের একটি টহল দল ডিউটি করাকালীন সময় হঠাৎ কয়েকজন ব্যক্তির ডাকাত ডাকাত করে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে টহল দল চান্দনা চৌরাস্তার দিক থেকে আসা একটি ট্রাকের পিছনে ধাওয়া করে ন্যাশনাল পার্ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। এসময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার মো: মিন্টু মিয়াকে গ্রেফতার করে। এসময় তার দখল থেকে একটি ষ্টীলের চাপাতি, একটি ট্রাক, একটি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্রাকের ড্রাইভার এবং হেলপারের উদ্ধৃতি দিয়ে র্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাকটিতে করে একটি বাসার মালামাল নিয়ে ট্রাকের ড্রাইভার এবং হেলপার ঢাকা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে ময়মনসিংহে যাওয়ার সময় গাজীপুরের সালনা বাজার এলাকা থেকে ৫জন ব্যক্তি জোরপূর্বক যাত্রী সেজে তাদের ট্রাকে উঠে। মালবাহী ট্রাকটি রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের মাস্টারবাড়ী এলাকায় পৌঁছানো মাত্র ডাকাত সদস্যরা তাদের সাথে থাকা ধাড়ালো অস্ত্র দিয়ে ট্রাকের ড্রাইভার এবং হেলপারের গলায় ধরে মেরে ফেলার হুমকি দেয় এবং সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তাদের চিৎকার-চেঁচামেচিতে র্যাবের টহল দলের সদস্যরা তাদের পিছনে ধাওয়া করে ডাকাত দলের সর্দার মো: মিন্টু মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে এবং কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার