দিনাজপুরে সোস্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে গুজব সৃষ্টি ও অপপ্রচারের অভিযোগে ফরিদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছেন র্যাব-১৩ দিনাজপুর ইউনিটের সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে র্যাব দিনাজপুরের একটি দল পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন যাদববাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মো. ফরিদুল ইসলাম (২৮) পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন যাদববাটি গ্রামের মো. পৈমদ্দিনের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর জানায়, পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন যাদববাটি গ্রামে আসামির নিজ বসতবাড়ী হতে ডিজিটাল মাধ্যমে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য প্রচার করায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির মোবাইল ফোন জব্দ করে তার ব্যবহৃত ফেইসবুক আইডি সার্চ করেও এসব বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর পোস্ট করার প্রমাণ পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে অপরাধের কথা র্যাবের কাছে স্বীকার করেছেন তিনি। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে পঞ্চগড় জেলার আটোয়ারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম